দৈনিক তালাশ ডটকম :গত ইং ০৬/০৬/২০২৩ তারিখ সোনারগাঁও জোন, ডিবি, নারায়ণগঞ্জ এর অভিযানে এসআই পলাশ কান্তি রায় সঙ্গীয় এস আই আরিফ শেখ, এসআই/আসাদুজ্জামান তালুকদার, সঙ্গীয় কং/৪৮১ মাহাবুবুল আলম,কং/১৩৪৮ মোঃ শামীম, কং/৪৯৬ রানা বাবু সহ ৪০ বোতল ফেনসিডিল সহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মল্লিক পাড়া সাকিনস্থ আসামী জীবন মিয়ার বসত বাড়ী থেকে আসামী ১/ জীবন মিয়া (২০),পিতাঃ- জসিম উদ্দিন , মাতাঃ- পারুল আক্তার, সাং- মল্লিক পাড়া , ওয়ার্ড নং-৫, ইউপি- মোগরাপাড়া, থানা- সোনারগাঁ ,জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারায়নগঞ্জ সোনারগাঁ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহ জেলা ত থাকবে।