নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে আনুষ্ঠান অদ্য ০৫/০৬/২০২৩ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে অনুষ্ঠান পরিদর্শন করেন জনাব মোঃ কামাল উদ্দিন ভূইয়া,(বিএফএম)উপ পরিচালক (অপাঃ ও মেইনঃ),ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ।
পরিদর্শকালে স্টেশনের বিভিন্ন ইকুইপমেন্ট সিরিজ পাম্প,হাইড্রোলিক পাওয়ার ইউনিট,হাইড্রোলিক ডোর অপেনার,রোটারী রেসকিউ স,স্মোক ইজেক্টর,হাইড্রোলিক র্যামজ্যাক,এয়্যার ভ্যান্টিলেশন ফ্যান,লেডার ড্রিল,চিপিং হ্যামার,স্ট্যান লাইটের ক্লাসে উপস্থিত থাকে।আরো উপস্থিত ছিলেন জনাব ফখর উদ্দিন আহাম্মদ, উপ সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের সকল কর্মকর্তা/ কর্মচারীগণ।