জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে ৬ কেজি গাঁজা সহ (এক জন) গ্রেফাতার

জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে ৬ কেজি গাঁজা সহ (এক জন) গ্রেফতার অদ্য ইং ২৫/০৫/২০২৩ তারিখ জেলা গোয়েন্দা শাখা(সদর জোন), নারায়নগঞ্জ এর বিশেষ অভিযানে আসামী ১। মোঃ রুবেল প্রদান (৩০),পিতা-মৃত. মারফত আলী, সাং উত্তর নউরি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর০; বর্তমান ঠিকানা-শামস উদ্দিন মিয়ার বসত বাড়ি(পাইনাদি নতুন মোল্লা), থানা-সিদ্ধিরগঞ্জ ,জেলা- নারায়ণগঞ্জ’কে ০৬ (ছয়) কেজি গাঁজা সহ গ্রেফাতার করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *