দৈনিক তালাশ.কমঃইং ১২/০১/২০২৪ তারিখ পাংশা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই(নিঃ)/ মোঃ সেলিম হোসেন, এসআই(নিঃ)/তারিকুল ইসলাম, এসআই(নিঃ)/মোহাম্মদ শফিউদ্দিন ভূইয়া, এএসআই(নিঃ)/ মোঃ লিখন মিয়া, সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলার আসামী ১। মোঃ রফিক মল্লিক (৩৫), পিতা-সোনাই মল্লিক, ২। হাবিব মন্ডল(২০), পিতা-মকবুল মন্ডল, উভয় গ্রাম- নিভা, ৩। আক্তার শেখ (৪০), পিতা-আমিন শেখ, গ্রাম- পাট্টা, সর্ব থানা-পাংশা, জেলা-রাজবাড়ীগণদের গ্রেফতার করেন এবং অদ্য ইং ১২/০১/২০২৪ তারিখ আসামীগণদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।