দৈনিক তালাশ.কমঃযদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই তবে বিশ্ব পেত এক মহান নেতা,আমরা ফিরে পেতাম জাতির পিতা,
ঘাতকেরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই বুঝি হয়ে যাবে সব শেষ,
ওরা বুঝতে পারেনি মুজিব মানেই
স্বাধীন বাংলাদেশ,
শোকাহত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে রইলো শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
শোকাহর্তে.।
মোঃ মোখলেছুর রহমান,
আহবায়ক।
নারায়ণগঞ্জ সদর থানা তাঁতীলীগ।