সিন্ডিকেট পুস্তুুক সমিতির হাতে জিম্মি হয়ে আকাঈদ লাইব্রেরী সর্বশান্ত

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলম: স্বাধীন দেশে থেকেও স্বাধীনভাবে ব্যবসা করতে পারছেন না ভুক্তভূগী আকাঈদ লাইব্রেরীর স্বত্বাধিকারী মো: আব্দুল্লাহ আল মাহমুদ (সোহেল) এম. এ.,। বি.এ. কলেজ রোড সিরাজগঞ্জ। তিনি বলেন এই সিন্ডিকেট ভাঙতে আমি যদি মারাও যাই, তাতে দুঃখ নাই। দেশের জনগণ কে জানাতে চাই, রাষ্ট্রের শক্তি বেশি, না- কি , সিন্ডিকেটের শক্তি বেশি ?। মুখোশধারী কতিপয় অসাধু বই ব্যবসায়ী এর মূল হোতা। বই নিকেতনের স্বত্বাধিকারী মো: আব্দুল ওয়াহাব গং (বাহির গোলা, সিরাজগঞ্জ) যুগ যুগ ধরে নীতিমালার নামে সাধারণ বই ব্যবসায়িদের জিম্মি করে, মানষিক নির্যাতন করে হয়রানী, হুমকি ধামকি, ভয় ভীতি দেখিয়ে জরিমানার নামে চাঁদাবাজি করে আসছেন,। তিনি আরো বলেন তার ব্যবসায়ী দোকান দীর্ঘদিন ধরে বন্ধ আছে (০৯-০২-২০২৩ হতে অদ্যবদি পর্যন্ত) । তারা কোথাও থেকে বই এনে বিক্রি করতে দিচ্ছেন না। বরং আকাইদ লাইব্রেরী কে বই ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে লিখিত নোটিশের মাধ্যমে তারিখ ০৯-০২-২৩.। পরিশেষে, বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বই ব্যবসায় কখনো যেন সিন্ডিকেট করতে না পারে, এবং এই সিন্ডিকেট হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *