দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, কালিহাতী (টাঙ্গাইল): কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা মৎস্য অফিসারের কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আইয়ুব আলী। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার (ইউ এল ও) মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মৎস্য চাষী মো. কুদরত আলী, সাংবাদিকবৃন্দ প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। ১ম দিন ৩০ জুলাই মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে বিনিময় সভা, ২য় দিন ৩১ জুলাই ব্যানার ফেসটুন সংযোগে বর্ণাঢ্য সড়ক র্যালী, উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত করণ, স্থানীয় পর্যায়ে সকল মৎস্য চাষী/ উদ্যোক্তা তাদের পুরস্কার বিতরণ। তৃতীয় দিন ১ আগাস্ট সংশ্লিষ্ট সকল অংশী জনের অংশগ্রহণে উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ের মত বিনিময়। চতুর্থ দিন ২ জুলাই শুক্রবার জেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর / জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান। পঞ্চম দিন ৩ জুলাই উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর/ জলে পানির ভৌত-রাসনিক গুণগুণ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ । ষষ্ঠ দিন ৪ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষণ। সপ্তম দিন অর্থাৎ শেষ দিন ৫ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
Post Views: 84