দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জের সর্বোচ্চ দ্রুত গতির ইন্টারনেট সেবা ‘জেড এন’ গ্রুপের একটি প্রতিষ্ঠান ‘জেড এন আইটি সলিউশন’ এর নতুন শাখা এখন নিতাইগঞ্জ বাপ্পী স্মরণীতে। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) নাসিক ১৮নং ওয়ার্ড নিতাইগঞ্জ বাপ্পী স্মরণীতে ‘জেড এন আইটি সলিউশন’ এর একটি নতুন ব্রাঞ্চ উদ্বোধন করা হয়।
এই ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ‘জেড এন’ গ্রুপের এমডি ও জেড এন আইটি সলিউশন’ এর স্বত্বাধিকারী হলেন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুযোগ্য সন্তান নারায়ণগঞ্জের তরুন সমাজের আইকন অয়ন ওসমান।
এসময় ‘জেড এন আইটি সলিউশন’ এর নতুন শাখা উদ্বোধন করেন তরুন সমাজের আইকন অয়ন ওসমানের আস্থাভাজন আহম্মেদ কাউসার ও জেড এন আইটি সলিউশন এর জেনারেল ম্যানেজার মো.শুভ। এসময় আহম্মেদ কাউসার বলেন নারায়ণগঞ্জের সর্বোচ্চ দ্রুত গতির ইন্টারনেট সেবা ‘জেড এন’ গ্রুপের একটি প্রতিষ্ঠান *জেড এন আইটি সলিউশন’। আজকে থেকে গাহকরা এই ব্রাঞ্চ থেকে যে কোন সার্ভিস গ্রহন করতে পারবে।