দৈনিক তালাশ.কমঃ যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে ঝিকরগাছা থানা পুলিশ ইং-২২/০১/২০২৪ তারিখ গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১। মোঃ মোহব্বত শেখ, পিতা-মৃত কাশেম শেখ, সাং-বারবাকপুর, ২। আকলিমা বেগম, স্বামী-জসিম উদ্দীন, ৩। শাহানাজ পারভীন, স্বামী-মোঃ ইফাজউদ্দিন, সাং-লক্ষীপুর (পূর্বপাড়া), ৪। মোছাঃ ইরানী খাতুন, স্বামী-আওয়াল, সাং-বামনআলী, ৫। রিনা (৩৯), স্বামী-শেখ মফিজুর রহমান, সাং-বামনআলী, ৬। মোসাঃ রাশিদা বেগম, স্বামী-মোঃ মশিয়ার রহমান বিশ্বাস, ৭। মোঃ মশিয়ার রহমান বিশ্বাস, পিতা-মৃত ওয়াজেদ বিশ্বাস, উভয় সাং-চান্দা, ৮। মোঃ জুয়েল রানা, পিতা-মনিরুল ইসলাম, সাং-আজমপুর, ৯। রনজু মিয়া, পিতা- মৃত ঈমান আলী মিস্ত্রি, সাং- শ্রীরামকাটি, ১০। মোঃ আশরাফুল ইসলাম @ সাশা, পিতা- মোঃ সবুর গাজী, সাং-নাভারন কলোনী, ১১। মোঃ আজিজুর রহমান @ রাব্বী, পিতা- মোঃ আঃ জলিল, সাং- আটলিয়া, ১২। মোঃ আমির হোসেন, পিতা- মোঃ সুলতান, সাং- কালিয়ানী, ১৩। আরিফুর রহমান বাপ্পি, পিতা-খলিলুর রহমান, সাং-রাজাপুর, এবং ২৫০গ্রাম গাজাসহ আসামী ১৪। শওকত আলী(৬০), পিতা-মৃত ইলাহী বিশ্বাস, মাতা-মৃত আলেজা বেগম , স্থায়ী: গ্রাম- গঙ্গানন্দপুর,
১৫। মোঃ নূর বক্স(৫৬), পিতা-মৃত আব্দুল লতিফ ,স্থায়ী: গ্রাম বল্লা সর্বথানা ঝিকরগাছা জেলা-যশোর’দেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।