সেলিম ওসমানের উঠান বৈঠকে আওলাদ হোসেনের মিছিল নিয়ে যোগদান

দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সেলিম ওসমানের উঠান বৈঠকে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন গোগনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আওলাদ হোসেন।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে গোগনগর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের উঠান বৈঠকে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।

এ সময়ে গোগনগর ইউনিয়ন পরিষদের ১ ওয়ার্ডের মেম্বার আওলাদ হোসেন’র নেতৃত্বে এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার জুলহার, সাবেক মেম্বার সুরুজ, হাজী সিদ্দিক মাতবর, কাদির মাতবর, হাজী আব্দুল সাত্তার সরদার, নেওয়াজ আলী মাদবর, মোঃ হাজী করিম মুন্সী, কামাল মাদবর, সুরুজ সরদার, অ্যাডভোকেট আলিমুজ্জামান, হারুন সরদার, হাজী ফারুক,আসলাম সরদার, শামসুদ্দিন মাতবর, মোহাম্মদ আলী মাতবর, আব্দুল লতিফ, মো: আলিসলাম, বিল্লাল সরকার, ইসমাইল মুন্সি, আনোয়ারর কন্টেকদার, জাহাঙ্গীর আলম, মো: রফিকুল ইসলাম ও সুক্কুর সরদার সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *