ইজরায়েলী হামলার প্রতিবাদে নগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগরের বিক্ষোভ

দৈনিক তালাশ.কমঃমঙ্গলবার (১৬ অক্টোবর) বাদ আছর নগরীরর ডিআইটি চত্বর থেকে ইজরায়েলী হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বায়লাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিলটি বের করেন।পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে গিয়ে সমাপ্ত করেন।

সভাপতির বক্তব্যে মাও. দ্বীন এ সময় ইসলাম বলেন, আমরা মুসলমান ভাই ভাই এবং একটি দেহের ন্যায়। শরীরের কোথাও আঘাত পেলে যেমন সমস্ত শরীরে তার অনুভব হয়, ঠিক তেমনে বিশ্বের কোন প্রান্তে মুসলিম আঘাতপ্রাপ্ত হলে সেটা সমগ্র মুসলিম উম্মাহর অন্তরে আঘাত লাগে। আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম আছি ও থাকব, ইনশাআল্লাহ।পরিশেষে, শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইজরায়েলের পতাকা ও নেতানিয়াহুর কুশপৌত্তলিকা দাহ করে তৌহিদী জনতা।
এছাড়াও নগর সভাপতি মুফতি মাসমু বিল্লাহ বলেন, অবৈধভাবে ইজরায়েল ফিলিস্তিনের উপর অমানবিক বোমা হামলা করেই যাচ্ছে। হাজারো অসহায় শিশু, নারী-পুরুষকে শহীদ করে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আরো দুঃখ ও পরিতাপের বিষয়, জাতিসংঘ এখানে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। তাহলে জাতিসংঘের কাজ কী আমরা জানতে চাই।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হযরত মাওলানা দ্বীন ইসলাম এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলের পূর্বক সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা ও নগর সহ-সভাপতি যথাক্রমে হাফেজ আমিন উদ্দিন ও নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে মুহা. জাহাঙ্গীর কবির ও মুহা. সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ না:গঞ্জ জেলা ও নগর সভাপতি যথাক্রমে মুহা. যুবায়ের ও হাফেজ রবিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি ওমর ফারুক ও মাও. হাবীবুল্লাহ হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি যথাক্রমে আ. হান্নান ও মেহেদী হাসান সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *