দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন বাড়ৈভোগ মাসদাইর ঘোসেরবাগ হাজির মাঠ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী একাধিক মামলার আসামী লেবু মিয়া ছেলে ফেরদৌস ও জাহিদের চলছে জমজমাট মাদক ব্যবসা। মাসদাইর ঘোষেরবাগ হাজীর মাঠ গাইবান্ধা বাজার ফারিয়া গার্মেন্টস এলাকায় কিশোর গ্যাং লিডার জাহিদ ফেরদৌস হৃদয় ওরফে চক্ষু হৃদয় ও শান্ত ছিনতাই চাঁদাবাজি অসহায় গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা মোবাইল সহ সাথে থাকা মূল্যবান জিনিস জোরপূর্বক রেখে দেয়, গার্মেন্টসের কর্মজীবী মেয়েদের জোরপূর্বক গণধর্ষণের অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধে।গাইবান্ধা বাজারে দোকানদারদের কাছ থেকে চাঁদাবাজী করে আর যারা চাঁদা দিতে রাজি না হয়, তাদের উপর জাহিদ ফেরদৌস হৃদয় ওরফে চক্ষু হৃদয় শান্ত তাদের কিশোর গ্যাং বাহিনী দিয়ে ভয়াবহ হামলা চালায়। আর এই কারনে দোকানদারা ঠিকমতো তাদের ব্যবসা পরিচালনা করতে পারে না। বিভিন্ন জেলা থেকে আসা কর্মজীবী মানুষেরা তাদের ভয়ে কিছু কাউকে বলতে পারে না, বেশ কিছু মাস আগে ফেরদৌসকে গাইবান্ধা বাজারের চাঁদাবাজি করতে গেলে দোকানদাররা ও এলাকাবাসী গনধোলাই দেয় এরপর কিছুদিন নিরব থাকলেও জাহিদ ও ফেরদৌস পূনরায় তাদের সকল অপকর্ম শুরু করে, তাদের এই সব অপকর্মের কারনে অতিষ্ঠ পুরো এলাকাবাসী।
সূত্রে আরো জানা যায় ঘোষেরবাগ হাজির মাঠ এলাকায় পথচারীদের কুপিয়ে মারাত্মক যখন করে তাদের অস্তিত্ব জাগান দেয়, তাই এলাকাবাসীর দাবী জাহিদ ফেরদৌস সহ কিশোর গ্যাংদের বিরুদ্ধে প্রশাসনের আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ।