মালিকাধীন জায়গা দখলের পায়তারা একটি কুচক্রী মহলের

দৈনিক তালাশ.কমঃবিশেষ প্রতিনিধিঃ ইসদাইর ৬নং ওয়ার্ডের একটি মালিকানাধীন জায়গা জোর পুর্বক ভাবে দখলের পায়তার করছে সেই এলাকার স্থানীয়গন।যানা যায় ধর্মীয় ব্যবস্থাকে ব্যবহার করেই চলছে জবর দখলের আয়োজন। আমরা জানি ইসলাম শান্তি ধর্ম সেখানে চলেনা কোনো অন্যায়।তবে কিছু কুচক্রী মহল এই ইসলামকে দলীয় ক্ষমতার অপব্যবহার করে শেল্টার দিয়ে একজনের ক্রয়কৃত জমির বাউন্ডারির দেওয়াল রাতের আধারে ভেঙ্গে দিয়ে বালি ফেলে বানিয়েছে রাস্তা। এই ঘনটা সরে- জমিনে গিয়ে দেখেন ফতুল্লা থানা ওসি শরিফুল। জল্পনা কল্পনা শেষে অদ্য ১২ ই অক্টোবর বিকেল ৪ ঘটিকায় এই জমির সকল কাগজ পত্র নিয়ে গন্যমান্য ব্যক্তির সামনে হাজির হয় ক্রয়কৃত মালিক জাহিদ হোসেন। সেখানে উপস্থিত ফতুল্লা মডেল থানার ওসি, বারী ভুঁইয়া, মাদ্রাসার কর্তৃপক্ষ এবং স্থানীয় লোক জনের সামনে সকল কাগজ উপস্থাপন করলে,কুচক্রী মহল একটু নড়েচড়ে বসে এবং ফের সময় নেয় তাদের কাছে। তাদের কথার উপর ভিত্তি করে বারী ভুঁইয়া বলেন ” আল-জয়নাল এমন লোক মাসে ৩০/৪০ হাজার বেতন দিয়ে রাখেন ওয়ারিশ বের করার জন্য আমরা এগুলো বুঝি”। পরবর্তী আগামী শনিবার নিজেকে ওয়ারিশ দাবি করা টিটু কে সকল কাগজ পত্র নিয়ে হাজির হওয়ার কথা বলে বিষয়টি শেষ করেন।এখানে বুঝার বাকি রইলো না কিছু টাকার জন্য একটি কুচক্রী মহল টিটু সহ অনেক কেই ইন্দন দিচ্ছে একটি ঝামেলা পাকানোর জন্য। তাই দাবিকৃত মালিক একেক বার একেক কথা বলতেছে কখনো বলে এই জমির খাজনা বন্ধ রয়েছে। তাদের এই কথাটাও ভিত্তিহীন প্রমান করেছে জায়গার মালিক জাহিদ হোসেন।তবে ২য় পক্ষ কোনো কাগজ পত্র দেখাতে না পারায় ফের সময় দেওয়া হলে।৩য় পক্ষ একটি বড় উৎসুক নিতে না পেরে চুপ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *