দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মাসদাইর,গুদারাঘাট এলাকায়, মাদক সম্রাজ্ঞী পারুলি ও তার ছোট ভাই ফেন্সিডিল ডিলার এবং ক্রসফায়ারে আসামি, নাদিম, এ-র বড় বোন রওশনা,ও তার মেয়ে ইয়াসমিনের জমজমাট,ইয়াবা,ফেনসিডিল,হিরোইন,গাঁজা,সহ মাদকের অভয়ারণ্য।
ধরা ছোয়ার বাইরে মাদক সম্রাজ্ঞী পারুলি,তার ছোট ভাই নাদিম, রওশনা, পারভেছ এ-র নামে রয়েছে একাধিক মামলা,
তাছাড়াও এলাকায় খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘ ২৫ বছর যাবত চালিয়ে যাচ্ছে মাদক, এ-ই মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ।
তাছাড়া মাদকের প্রভাব বিস্তার নিয়ে কিছুদিন পর পর সন্ত্রাসীদের সঙ্গে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেই চলছে, এ-ই মাদক ব্যবসায়ীদের রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী যাদের দিয়ে দীর্ঘদিন যাবত পরিচালনা করেই চলেছে মাদক ব্যবসা।
ফেনসিডিলের ডিলার নাদিমের নামে ফতুল্লা ও সদর থানায় রয়েছে হত্যা সহ একাধিক মামলা, এই মাদক ব্যবসায়ীদের সেলটার দিচ্ছে, রাসেল, সাবু, সপন, ফয়সাল, পারভেজ, মোল্লা, মামুন, কবিরের দের মত সন্ত্রাসীদের দিয়ে নিয়ন্ত্রণ করে মাদক ব্যবসা।
এলাকায় কিছু হলেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মানুষের বাড়িঘর, দোকান পাট, ভাংচুর, লুটপাটের মত ঘটনা ঘটেই চলেছে মাসদাইরে।
এ-ই মাদক ব্যবসায়ী ও সহযোগী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা জরুরী বলে মনে করে এলাকাবাস।