কালিহাতী শহরের আমেজে মনোরম পরিবেশে সুলভ মূল‍্যে ফুচকা ও চটপটি রেস্টুরেন্ট উদ্বোধন।

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে শহরের আমেজে মনোরম পরিবেশে সুলভমূল‍্যে ফুচকা, চটপটি বা রেস্টুরেন্ট। সোমবার (১ জুলাই ) উপজেলার আউলিয়াবাদ বাজারে “আনায়া ফুচকা ও চটপটি হাউস এন্ড রেস্টুরেন্টে’র শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন আনায়া ফুচকা ও চটপটি হাউস এন্ড রেস্টুরেন্টের পরিচালক কাজী আহাম্মদ আলী, উপস্থিত ছিলেন আনায় ফুচকা ও চটপটি হাউজ এন্ড রেস্টুরেন্টের অর্ণার ডাঃ মো আরিফুল ইসলাম। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, নাগবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলাইমান মিয়া, সাবেক মেম্বার আব্দুল করিম মিয়া, সাবেক মেম্বার সুরুজ্জামান মিয়া, আব্দুল সামাদ মিয়া, সালাম বাঙালি,কোয়াশ মল্লিক, মিনহাজ মিয়া সহ আরো অনেকেই। উদ্বোধনের পরপরই সরোজমীনে দেখা যায় উৎসুক কাষ্টমারের সাড়াজাগানো ভীড়। অতিথিদের ফ‍্যামেলীর স্ত্রী, কন‍্যা, পুত্র, ভাই-ভাবী ছাড়াও স্কুল কলেজ পড়ুয়া যুবক-যুবতী, কিশোর-কিশোরী এমনকি শিশুদের কোলাহলে মন:মুগ্ধকর পরিবেশে ফুচকা, চটপটি ও কপির অর্ডার -রুচি সম্মত রান্না-খাওয়া ও বিক্রির ধুম। সুলভ মূল‍্য হওয়ায় ক্রেতাগণ এ প্রতিষ্ঠানের ভূয়সী প্রশাংসা করেন।
ঢাকা নয়, টাঙ্গাইল নয়, এলেঙ্গা-কালিহাতী নয় আউলিয়াবাদে পাচ্ছেন রুচিসম্মত ফুচকা, চটপটি বা ভিআইপি রেস্টুরেন্টের পরিবেশ ও স্বাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *