দৈনিক তালাশ.কমঃ গ্রেফতারকৃত ১নং আসামী উজ্জ্বল শীল এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০২টি মাদক মামলা, ২নং আসামী মোঃ ইমরান হোসেন মুরাদ এর বিরুদ্ধে পটুয়াখালী থানায় ০২টি মাদক মামলা এবং ৩নং আসামী মোঃ রাসেল চৌধুরী এর বিরুদ্ধে গলাচিপা ও পটুয়াখালী থানায় ০২ টি মাদক মামলা, ০১টি পুলিশ এসলট মামলা, ০১টি চাঁদাবাজী, ০১টি দস্যুতা সহ মোট ০৭টি মামলা রহিয়াছে। ধৃত আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা প্রক্রিয়াধীন।