খুঁটি স্থাপনের মাধ্যমে কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘের পাঠাগার উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি।টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাগুটিয়াস্থ কেন্দ্রীয় সাধু সংঘের জ্ঞানের ভান্ডার পাঠাগারের খুঁটি স্থাপনের মাধ্যমে শুভ সূচনা। শুক্রবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় সাধুর ধামের আঙিনায় পূর্ব পাশ্র্বে পাঠাগারের জন্য নির্ধারিত স্থানে প্রথম খুঁটি স্থাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম। কেন্দ্রীয় সাধুর সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মো. বাবর আলী তালুকদার, বিটিভির শিল্পী খোকন, আল কামাল রতন, একাধিক পীর সাহেব, সাধুগণ, যাদের জন্য এ পাঠাগার সেই কোমলমতি ছাত্রবৃন্দ, পাঠাগারের সভাপতি শাহানুর, সাধারণ সম্পাদক আবু বকর, সাংবাদিকবৃন্দ প্রমূখ । উল্লেখ্য পাঠাগারে বসে লেখাপড়া করার জন্য ১৪ হাত দীর্ঘ বিশিষ্ট একটি ঘর নির্মাণ করা হচ্ছে। আপনারা অবগত আছেন এই যুগে মোবাইলটা ব্যবহার করে উঠতি বয়সী অনেক ছাত্র-ছাত্রী বিপথগামী হচ্ছে। এ পাঠাগার তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবে এবং জ্ঞান অর্জনের জন্য সারাক্ষণ তারা এখানে অধ্যায়ন করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *