ভালুকায় শ্রমিকলীগ সভাপতিকে অপহরণের কারনে প্রতিবাদ সভা

দৈনিক তালাশ.কমঃ ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১নং রাজৈ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোস্তফা কামালকে অপহরণের প্রতিবাদে ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগী সংঘঠন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় চান্দাব বোর্ডবাজার ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ওই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এসময় ১১নম্বর রাজৈ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হক মাষ্টারের পরিচালনায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান খান এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাছান মাষ্টার, বদরুদ্দুজা খান, তোফায়েল আহমেদ বাবুর, ভালুকা আঞ্চলিক শ্রমিলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মাসুদ খান, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমান উল্ল্যাহ খান সোহেল ছাত্রলীগ সভাপতি সাদেক হোসেন ও সম্পাদক দিদার মিয়া প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা এমন নেক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আসামীদের গ্রেফতার এবং অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য শনিবার দুপুরে উপজেলার ১১নং রাজৈ ইউনিয়নের চান্দার গ্রামের আফাজ উদ্দিন মুন্সির ছেলে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোস্তফা কামালকে (৪২) মেহেদী হাসান সাহাজ এর নেতৃত্বে ২০/২২ জনের সংবন্ধদল ৫ টি সাদা-কালো রংয়ের হায়েস গাড়ী যোগে চান্দাব বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মোস্তফাকে তুলে নিয়ে যায়। এঘটনায় অপহৃত মোস্তফা কামালের স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামী করে একটি মামলা নং (৩১), ১৭ই সেপ্টেম্বর- ২০২৩ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শ্রমিকলীগের সভাপতি মোস্তফা কামালকে উদ্ধার করেন এবং অপহরণের অভিযোগে মেহেদী হাসান সাহাজ (৪০) কে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার উপ পরিদর্শক (এস.আই) আব্দুল করিম জানান, অপহৃত ব্যাক্তিকে উদ্ধার করে জবানবন্দি দেওয়ার জন্য ও আসামীকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে। মামলার অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *