নওগাঁর মহাদেবপুরে সিএনজিতে চড়ে মাঝরাস্তায় সোনার বিস্কুট দেখিয়ে পড়েথাকা গহনা ছিনতাই

দৈনিক তালাশ.কমঃনওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সম্মানিত/শিবগঞ্জ বাসি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন

আজ ১৭/৯/২৩ আনুমানিক সন্ধা ৬.৩০-৭.০০ ঘটিকায় মহাদেবপুর শিবগঞ্জ বাসি এক অর্ধবয়সি মহিলা তার নাতনী কে নিয়ে মহাদেবপুর গানের প্রাইভেটে গান শিখিয়ে ফেরার পথে মহাদেবপুর পোষ্ট অফিস মোড় সংলগ্ন এক সিএনজিতে ওঠেন শিবগঞ্জ আসার জন্য, একপর্যায়ে সিএনজি ওয়ালার ভাব গতি খারাপ দেখায় মহিলা গাড়ি থেকে নামতে চাইলে তাকে জোর পূর্বক গাড়ি জোরে চালিয়ে নিয়ে আসার চেষ্টা করে এবং মাঝ রাস্তায় অর্ধবয়স্ক মহিলা কে সিএনজির ভেতরে বসে থাকা ১ ব্যক্তি একটা ভুয়া স্বর্ণের বার দেখিয়ে বলে যে , চাচি এটা স্বর্নের বার এর দাম ৩ লক্ষ টাকা, আপনার কানের স্বর্নের ফুল এবং চুড়ি খুলে দিন আর এই স্বর্নের বার রেখে দিন এ বলে জোর জবরদস্তি করে, এক পর্যায়ে কানের ফুল না দিতে চাইলে, সিএনজি ড্রাইভার মহিলাকে কিছু একটা নাকে এক্সপ্রে করে দিলে মহিলা অচেতন হয়ে পরে, এবং মহিলার স্বর্নালঙ্কার সিনতাই করে অচেতন মহিলা & তার নাতনী কে মহাদেবপুর – শিবগঞ্জ রোড়ে রাস্তার পার্শে ফেলে পালিয়ে যায় সিনতাই কারি রা। বর্তমানে ভুক্তভুগি মহিলা মহাদেবপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
পোষ্ট টি লেখার কারনঃ আপনারা সবাই সতর্ক থাকবেন অন্যের লোভে পা দেবেন না। অপরিচীত সিএনজি তে না ওঠায় উওম হবে।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *