দৈনিক তালাশ.কমঃ আজ ১৮-০৯-২০২৩ খ্রিঃ ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), পুলিশ হেডকোয়ার্টার্স এবং ফরিদপুর জেলা পুলিশের যৌথ অভিযানে ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের মূল হোতা সাকিবসহ পাঁচজন (০৫) সক্রিয় সদস্য গ্রেফতার সংক্রান্তে প্রেস বিজ্ঞপ্তি করেছেন জনাব ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, সাইবার ক্রাইম, এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
এসময়ে উক্ত প্রেস ব্রিফিং এ আরও উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর, জনাব মোঃ আখিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, ঢাকা, জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদুপর, জনাব তালাত মাহমুদ শাহানশাহ, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
[মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর]