সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ,উপচে পড়া ভীড়

দৈনিক তালাশ.কমঃ জামালপুর জেলা প্রতিনিধি:নদীর পানির ছলাত ছলাত শব্দ আর বাদ্যযন্ত্র ঢোলের তালে তালে’নৌকার বৈঠা চলেছে তালে তালে’। আর সেই ঢোলের শব্দে বৈঠা চালানোর চিত্র দেখতে এসেছেন দুইপাড়ে হাজার হাজার মানুষ।

গত শুক্রবার ও শনিবার (১৫-১৬ সেপ্টেম্বর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া ব্রীজপাড় সংলগ্ন ঝিনাই নদীতে দুইদিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

জানা যায়, চরবালিয়া যুব সমাজ ও বলারদিয়ার যুব সমাজের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের ১ম দিন ১২টি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ২য়দিন ৬টি নৌকার মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে নির্বাচিত করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি মোরটসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ষাঁড় গরু, তৃতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি প্রদান করা হয়।

দুইদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতায় ১ম দিন সভাপতিত্ব করেন ইউনিয়র আ.লীগের সভাপতি আব্দুল জলিল ফকির। প্রতিযোগিতার ২য় দিন ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক হারুন-অর রশিদ। এসময় নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনে ইউপি সদস্য আব্দুল মালেক, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, বিপুল, সাইদুল ইসলাম, বাচ্চু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব দেখতে উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন প্রান্তর থেকে ছুটে আসেন হাজার হাজার নারী-পুরুষ।

কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *