দৈনিক তালাশ.কমঃ নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মানসুরা আক্তার (২০) নামে এক গৃহবধু’র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। যে কোন কারনে ঐ গৃহবধূ গলায় দড়ির ফাঁসদিয়ে আত্নহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে ধারনা করছেন স্থানিয়রা। নিহত গৃহবধূ নওগাঁর পোরশা উপজেলার শিহন্ডী গ্রামের জৈনক মনিরুজ্জামান এর স্ত্রী। রবিবার দুপুরে বাড়ির লোকজনের অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় দড়ির ফাঁস লাগিয়ে দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা পোষন করে জানিয়েছেন প্রতিবেশী সহ স্বজনরা। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পারিবারিক বিবাদের কারনে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলেও লোকজন বলাবলি করছে। এব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ।