দৈনিক তালাশ.কমঃ আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে
মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের আসামী
১।সজীব (২৮), পিতা-মোঃ লিয়াকত আলী, সাং শালমদী, থানা-আড়াইহাজার, ২। জুয়েল (২৫), পিতা-আরব আলী, সাং ক্ষিরদাসাদী, থানা-আড়াইহাজার, ৩। বাদল (২৫), পিতা-মোস্তফা, সাং শালমদী, থানা-আড়াইহাজার, ৪। আমজাদ (২৬), পিতা-লাল মিয়া, সাং হাসনাবাদ, থানা-আড়াইহাজার, ৫। রাকিব (১৯), পিতা-ফারুক মিয়া, সাং বামৈল পশ্চিমপাড়া, ডেমরা, ডিএমপি ঢাকা, ৬। মমিন (২৬), পিতা-মৃত কদম আলী,সাং শ্রীনিবাসদি, থানা-আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ’দের গ্রেফতারসহ ০১(এক)টি ১২৫ সিসি মোটর মোটরসাইকেল, ০২(দুই) টি মোবাইল, ০২ (দুই) টি হাত ঘড়ি, ০৪ (চার) টি রামদা, ০১ (এক) টি খেলনা পিস্তল এবং নগদ ৭০০০/- (সাত হাজার) টাকা উদ্ধার করা হয়।
জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।।