দেশের জনগন শেখ হাসিনার পাশে আছে এবং থাকবে,স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক তালাশ.কমঃ আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করেনা,কোন পেশী শক্তিকে বিশ্বাস করে না এবং গান পাউডারে বিশ্বাস করে না। এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আওয়ামী লীগ জনগনকে বিশ্বাস করে। আর সেজন্যই দেশের জনগন শেখ হাসিনার পাশে আছে এবং থাকবে। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে- বীর বাঙ্গালী ঐক্য গড় বাংলাদেশ রক্ষা কর -দেশ বাচাঁও-স্লোগোনে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এদিকে জনসভাকে ঘিরে দুপুর থেকেই নেতাকর্মীরা বিভিন্ন থানা এবং উপজেলা থেকে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সহ সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সমম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, য্বুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, সাফাায়েত আলম সানিসহ আরো অনেকেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *