দৈনিক তালাশ.কমঃ নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাট থেকে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এসময় তাদের কাছে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়।শুক্রবার সকালে র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির এ জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, ওই এলাকার সুরেশ সিংয়ের ছেলে পলাশ সিং (২০) এবং বিজেন সিংয়ের ছেলে বিজেট সিং (৪০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে পলাশ ও বিজেট লোকচক্ষুর আড়ালে পলাশদের বাড়িতে চোলাই মদ তৈরি করতেন। এরপর গ্রামের যুবকদের কাছে ৫০-১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করতেন। এমন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালিয়ে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব চোলাই মদ নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে খুচরা ও পাইকারী বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তাররা। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি মামলা করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।