জামালপুরের মেলান্দহে বিট পুলিশিং মতবিনিময় সভা

দৈনিক তালাশ.কমঃ জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে ”বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’ এই স্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে মেলান্দহের জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুহতামিম মুফতি শামসুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধি লক্ষ্যে আমাদের এই আয়োজন। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য ও সহযোগিতা দ্রুত পাওয়ার জন্য বিট পুলিশিং এর সাহায্য নেয়ার জন্য আহ্বান করেন।

তিনি মসজিদের ইমামদের উদ্দেশ্যে বলেন আপনারা শুক্রবারের জুম্মার খুতবার সময় একটু সময় নিয়ে মাদক, জুয়া ও বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক আলোচনা করবেন।

এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান চেয়ারম্যান মেলান্দহ উপজেলা পরিষদ, জনাব শফিক জাহেদী রবিন মেয়র মেলান্দহ পৌরসভা, জনাব হাজী দিদার পাশা সহ-সভাপতি, জনাব মোঃ জিন্নাহ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা, জনাব স্বজল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল, জনাব মোঃ দেলোয়ার হোসেন অফিসার ইনচার্জ, মেলান্দহ থানা, বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *