দৈনিক তালাশ.কমঃ গাইবান্ধা জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,কাজী নাহিদ রসুল।
গতকাল (১১সেপ্টেম্বর) সোমবার জেলার এই কারাগারটি পরিদর্শন করেন তিনি।
কারাগারের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করেন গাইবান্ধা জেলা কারাগারের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেল সুপার প্রমূখ।
পরিদর্শনকালে বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট বিভিন্ন ওয়ার্ডের কারাবন্দীদের সাথে কথা বলেন। এছাড়া তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ-খবর নেন।