বঙ্গবন্ধু ও তার পরিবারকে অশ্লীল ভাষায় কেউ গালি দিলে,আমরা ঘরে বসে থাকবো না,সংসদ শামীম ওসমান

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন,এ দেশে এখনো যদি রাজাকার,আল শামস ও জামায়াতের লোকেরা কথা বলে এবং আমাদের হুমকি দেয় রাজপথ দখল করার,তাহলে আমাদের এ স্বাধীনতার মানে কি?

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কদমতলী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, শেখ হাসিনাকে মারার চেষ্টা করা হচ্ছে। আমাদের শরীরের রক্ত থাকতে তা আমরা হতে দেবোনা। আমি কিনবা আপনি বেঁচে না থাকলে কিছু হবে না কিন্তু একটা মানুষকে বেঁচে থাকতে হবে। ওই মহিলাকে নিয়েই বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা দোয়া করবেন আল্লাহ-তায়ালা যেন জাতির পিতার কন্যাকে বাঁচিয়ে রাখে।

বিএনপিকে উদ্দেশ্য করে এমপি শামীম ওসমান বলেন, মা কইয়া-গো বলার সময় পাবেন না কিন্তু। নারায়ণগঞ্জকে অস্থির করার চেষ্টা কইরেন না। বঙ্গবন্ধু আমার আদর্শের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধুকে অশ্লীল ভাষায় কেউ গালি দিলে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক লীগের সাবেক সভাপতি মতিন মাস্টার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *