দৈনিক তালাশ.কমঃনওগাঁ প্রতিনিধিঃনওগাঁয় জায়গাঁ-জমি নিয়ে পৃথক দুই স্থানে ৪ পক্ষের সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ নারী-পুরুষ মোট ৯ জন আহত।আহতরা নওগাঁ সদর হাসপাতাল ও মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। পৃথক দুটি সংঘর্ষের ঘটনাটি ঘটে সোমবার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে এবং আজ বুধবার নওগাঁ জেলা সদর উপজেলার বলিহার ইউনিয়নে।সুত্রে জানাগেছে, মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের নলকুড়ি (মন্ডলপাড়া) গ্রামের নলকুড়ি মৌজায় মাত্র ৬ শতাংশ জমি নিয়ে দু’ পক্ষের মাঝে বিরোধ চলছিলো। সেই বিরোধ পূর্ন জমি দখল নিতে এক পক্ষ অপর পক্ষের উপর সোমবার বিকেলে হামলা চালায়। এসময় হামলা প্রতিহত করতে গিয়ে আমজাদ হোসেন, এনামুল হক, জহুরা বিবি, এলোরা বিবি এবং জোৎস্না বেগম সহ একই পরিবারের মোট ৫ জন আহত হোন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসার জন্য ভর্তি করিয়েছেন। অপরদিকে বুধবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলার বলিহার এলাকায় জায়গাঁ-জমি নিয়ে বিরোধের জেরধরে দু’ পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষে উভয় পক্ষের মোট ৪ জন আহত হোন। আহত ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানিয়রা।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।