র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর কোতয়ালী এলাকা হতে ৬জন ছিনতাইকারী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃগতকাল ০৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ১৩:০০ ঘটিকা হইতে ১৪:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বংশাল থানাধীন নয়াবাজার ফুটওভার ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফিরোজ খাঁন (২৬), পিতা-মৃত জালাল উদ্দিন, বর্তমান ঠিকানা-গোলামবাজার, ব্রীজেরপাড়, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা (ভাসমান), ২। মোঃ বিল্লাল হোসেন (২১), পিতা-মোঃ সেন্টু সরকার, বর্তমান ঠিকানা-চুনকুটিয়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা (ভাসমান) ও ৩। মোঃ মোবারক হোসেন (২৮), পিতা-মোঃ খোকন শিকদার, বর্তমান ঠিাকানা-চড়াইল ক্লাব, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা (ভাসমান) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু, ০১টি ছুরি, ০১টি বেøডযুক্ত ক্ষুর ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই তারিখ বিকাল ১৭:০৫ ঘটিকা হইতে ১৮:০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন নয়াবাজার নবাব ইউসুফ রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রাসেল (৩২), পিতা-মৃত সোহেল মিয়া, সাং-ইকরকান্দি পূর্বপাড়া, থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর, বর্তমান ঠিকানা- থানা-লালবাগ, ঢাকা, ২। মোঃ আমিনুর মিয়া (৩৭), পিতা-মৃত আলী মিয়া, সাং-বাগডাসা লেন, থানা-বংশাল, ঢাকা, ও ৩। মোঃ মহিনউদ্দিন (৩২), পিতা-মৃত ছালেহ উদ্দিন, সাং-খাগড়াছড়ি, থানা-সদর, জেলা-খাগড়াছড়ি, বর্তমান ঠিকানা-চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় ভাসমান, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা (ভাসমান) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি ফোল্ডিং চাকু, ০২টি ছুরি, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৫০০/- (পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *