সরিষাবাড়ীতে নিখোঁজের এক দিনপর,ডোবা থেকে মরাদেহ উদ্ধার

দৈনিক তালাশ.কমঃ জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের একদিন পর ডোবার পানি থেকে জহুরা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড়া এলাকার (মুল্লাবাড়ী) সংলগ্ন পরিত্যক্ত পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের সুত্রে জানা যায়,নিহত জহুরা বেগম ওই এলাকার মৃত মোজাম্মেল মুসুল্লির স্ত্রী। পারিবারিক ভাবে ছেলে এবং ছেলের স্ত্রী কণা বেগমের সাথে একই বাড়িতে থাকতেন। প্রতিনিয়তই ছেলের বউয়ের সাথে জহুরা বেগমের ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত শনিবার সকালে ছেলের বউ কণা আক্তারের সাথে ঝগড়া হয় শাশুড়ি জহুরা বেওয়ার। এরপর হতেই জহুরা বেওয়া নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন রবিবার সকালে বাড়ীর পার্শ্বে পরিত্যক্ত পুকুরের কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এঘটনায় নিহতের ছেলে জহুরুল ইসলাম বলেন, ‘তার মায়ের সাথে তার স্ত্রীর কোনো ঝগড়া ছিলো না। তিনি মানসিক ভাবে অসুস্থ্য ছিলেন।

এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবির বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *