জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে দৃষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু গ্যালারী’-এর শুভ উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃজামালপুর প্রতিনিধি:হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জামালপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ‘‘বঙ্গবন্ধু গ্যালারী’’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু গ্যালারীর শুভ উদ্বোধন করেন জনাব দেবদাস ভট্টাচাৰ্য বিপিএম, ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।

উদ্বোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সব সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত ‘বঙ্গবন্ধু গ্যালারী ’-এর সুসজ্জিত ডিসপ্লেতে শোভা পাচ্ছে জাতির পিতার দুর্লভ আলোকচিত্র, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই, তার উক্তি এবং মনিটরের মাধ্যমে অন্যান্য স্মৃতিচিহ্ন প্রদর্শিত হচ্ছে, যার মাধ্যমে তার জীবন ও কীর্তি সম্পর্কে জানা যাবে। এর মাধ্যমে জামালপুর জেলার পুলিশ সদস্যদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে অনুপ্রেরণা সৃষ্টি করবে।

দৃষ্টিনন্দন এই বঙ্গবন্ধু গ্যালারীতে মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের আগরতলা ষড়যন্ত্র ও জাতির পিতার বঙ্গবন্ধু উপাধি অর্জন, ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা ও ১৯৭২ সালের তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া জাতি পিতার দূর্লব আলোকচিত্র ছবিও স্থান পেয়েছে এই গ্যালারীতে। শুধু তাই নয় বঙ্গবন্ধুর লেখা ৩টি বইসহ এই গ্যালারীতে রাখা হয়েছে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা কে নিয়ে লেখা বিভিন্ন বরণ্যে লেখকদের একঝাঁক বই। দেয়ালে দেয়ালে লেখা হয়েছে বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তব্যের অংশ এবং ইতিবাচক বার্তা।

পুলিশ সুপার কার্যালয়ে সেবা নিতে আসা সকলেই এই কর্নার দিয়ে যাওয়ার সময় অবশ্যই একবার হলেও থমকে যাবে এর সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে। বিশেষ করে নতুন প্রজন্ম এই গ্যালারী থেকে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক বেশি জানতে পারবে। স্বাধীনতার আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের সার্বিক চিত্র ফুটে উঠেছে বঙ্গবন্ধু গ্যালারীতে, যা আজকের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে।

এ সময় জেলা প্রশাসক জনাব মোঃ ইমরান আহমেদ সহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ; স্থানীয় জনপ্রতিনিধিগণ; জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *