দৈনিক তালাশ.কমঃ জামালপুর প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার শিক্ষা সফরে শিক্ষক শিক্ষার্থীদের নাচানাচি ভাইরালে মাদ্রাসার সুপার ইদ্রিস আলীর পর অভিযুক্ত ৪ শিক্ষককেও শোকজ করা হয়েছে৷
গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকজ হওয়া শিক্ষকরা হলেন- উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসার গণিত বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম, ইংরেজী শিক্ষক আক্তারুজ্জামান, শরীর চর্চা শিক্ষক বিল্লাল হোসেন, অফিস সহকারী (কেরানী) জহুরুল ইসলাম। এঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।
জানা যায়, চর-জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসা গত ২৮ আগস্ট সোমবার শিক্ষা সফরে সিরাজগঞ্জের যমুনা সেতু ইকো পার্কের উদ্দেশ্যে নৌকা ভ্রমনে রওনা দেন। নৌকা ভ্রমণে ডিজে গানের তালেতালে উদ্দাম নাচে মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান, বিল্লাল হোসেন, অফিস সহকারী জহুরুল ইসলাম সহ কয়েকজন শিক্ষক ও ছাত্রীদের নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে। শিক্ষক ছাত্রীদের নাচানাচির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে সরিষাবাড়ী উপজেলায়। পরে এঘটনায় মঙ্গলবার প্রতিষ্ঠানের সুপার ইদ্রিস আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জবাব চান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এর পরদিন বুধবার (৩০ আগস্ট) দুপুরে দীর্ঘ ২ ঘন্টা ম্যানেজিং কমিটি ও মাদ্রাসার সুপার এবং শিক্ষক-কর্মচারীরা আলোচনায় বসেন এবং সেই সভায় রিজল্যুেশন মাধ্যমে ৪জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করেন প্রতিষ্ঠান সুপার।
এ বিষয়ে চর জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসার সুপার ইদ্রিস আলী জানান, আমি কারণ দর্শানোর নোটিশ এর জবাব প্রদান করেছি৷ ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৪জন শিক্ষককেও শোকজ করা হয়েছে। তবে ঘটনাটি খুবই দুঃখ জনক এবং অনাকাংখিত।
এ-ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক বলেন, মাদ্রাসা সুপার ইদ্রিস আলী শোকজের জবাব দিয়েছেন৷ পরবর্তী ব্যবস্থার জন্য আমরা জবাব সহ প্রতিবেদন মাদ্রাসা অধিদপ্তরে পাঠিয়েছি। সেই সাথে ৪-শিক্ষককেও মাদ্রাসা কর্তৃপক্ষ শোকজ করেছে।
কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি