ফেনী থানা কৃর্তক মোটর সাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার

দৈনিক তালাশ.কমঃ৩০/০৮/২০২৩ ইং তারিখ ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফেনী মহোদয় এবং অফিসার ইনচার্জ ফেনী মডেল থানা মহোদয়ের নেতৃত্বে ফেনী মডেল থানায় কর্মরত এসআই/ নারায়ন চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ফেনী মডেল থানার মামলা নং-৬৫, তারিখ-৩০/০৮/২০২৩ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর ঘটনার সহিত জড়িত আসামী ১। রাজিনুল করিম ভূঞা প্রকাশ রাজন(১৯), পিতা-নুরুল করিম ভূঞা, মাতা-মমতাজ আক্তার আরজু , গ্রাম- চর চান্দিয়া (বজল মিয়ার বাড়ী, পৌরসভা ৭নং ওয়ার্ড) , থানা- সোনাগাজী, জেলা-ফেনী, বর্তমান: গ্রাম-দাউদপুল (করিম ট্রি এর বাসার দক্ষিন পাশে, কেফায়েত উল্যার বাড়ী) , থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ২। আসফাতুল ইসলাম মাহিন(২১), পিতা-আব্দুল রহিম, মাতা-নূর নাহার, গ্রাম-লক্ষীপুর (দক্ষিন লক্ষ্মীপুর (মনু জমাদ্দার বাড়ী), মোটবী ইউনিয়ন, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, বর্তমান: গ্রাম-দাউদপুল (সাইফুল মিয়ার মোটর সাইকেল ওয়ার্কসপ এর কর্মচারী) , থানা-ফেনী সদর, জেলা-ফেনী দ্বয়কে গ্রেফতার করা হয় এবং আসামীদ্বয়ের হেফাজত হইতে উক্ত মামলার ঘটনায় চোরাইকৃত আলামত ০১টি কালো রংয়ের লাল স্টীকারযুক্ত অনটেষ্ট পালসার ১৫০ সিসি মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DHXCLF9 7034, চেসিস নং- PASUA11CYOLTH54500, মূল্য অনুমান-১,৫০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করিয়া আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *