দৈনিক তালাশ.কমঃসেলিম মাহবুব,সিলেটঃছাতক ও দোয়ারা সীমান্তবর্তী এলাকা চেলা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে ইজারাদার পক্ষ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৭ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার দুপুরে দোয়ারা বাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকা সংলগ্ন চেলা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, বালু মহাল ইজারাদারের পক্ষে চেলা নদীতে বালু উত্তোলন করছিলেন দোয়ারা উপজেলার পুর্ব সোনাপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র রুবেল মিয়াসহ লোকজন। বালু মহাল বহির্ভুত এলাকায় বালু উত্তোলনে বাড়ি-ঘর ভেঙ্গে যাওয়ার আশংকায় নদী তীরবর্তী শারপিনপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মঈনুল ইসলাম সহ লোকজন বালু উত্তোলনে বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডার জের ধরে ইজারাদার পক্ষ ও গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হয়। আহতদের প্রথমে ছাতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে গুরুতর আহত মোশাহিদ আলী (৬৫), আব্দুস সালাম (৬০), আব্দুস সোবহান (৪৫), হোসাইন আহমদ (২৫), কাবিল মিয়া (৪৫), আরব আলী (৫৫), মঈনুল ইসলাম (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।