নওগাঁ ভ্রাম্যমাণ আদালতের অভিযান,অবৈধ জাল জব্দ ৩৭ হাজার পাঁচশত টাকা জরিমানা

দৈনিক তালাশ.কমঃ নওগাঁ সাপাহার উপজেলায় বাজার মনিটরিং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

বিকেলে উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সহযোগিতায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা না থাকা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধ কারেন্ট ও রিং জাল বিক্রির অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ সময় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্যসহ বিভিন্ন ভেজাল খাদ্য ও অবৈধ রিং ও কারেন্ট জাল প্রায় ৬০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল উপজেলা পরিষদ চত্বরে ধ্বংস করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *