দৈনিক তালাশ.কমঃসেলিম মাহবুব,সিলেটঃছাতকের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে একটি অত্যাধুনিক স্যানিটেশন কমপ্লেক্স স্থাপন করা হয়েছে। বেসরকারী সংস্থা আইডিয়া’র উদ্যোগে এবং কোকাকোলার সহযোগিতায় প্রমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিস প্রকল্পের আওতায় অত্যাধুনিক স্যানিটেশন কমপ্লেক্স বাস্তাবায়ন করে ওয়াটারএইড। জলবায়ু ঝুঁকির সম্মুখীন জনগোষ্ঠীর কল্যাণে ওয়াস পরিসেবার পরিসর বৃদ্ধির লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত স্যানিটেশন কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিদ্যালয় পরিচালনা কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে এবং আইডিয়ার কর্মকর্তা সুষমা ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ওয়াটার এইড’র কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, আইডিইএ’র নির্বাহী পরিচালক নজমুল হক, প্রোগ্রাম ডিরেক্টর পার্থ হেফাজ শেখ। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সালেহ আহমদ তালুকদার, আইডিয়া’র প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম আজাদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর কে এ আমিন, প্রজেক্টের প্রকৌশলী সামসুল আবেদীন, শিক্ষার্থী আফরিন বেগম তালুকদার প্রমুখ। সভা শেষে স্যানিটেশন কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষ্যেঅনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদেও হাতে তুলে দেন অথিতিবৃন্দ। এ সময় ওয়াটার এইড”র সাইফ মনজুর আল- ইসলাম, বাবুল বালা, অরিত্র অংকন মিত্র, সাইফুল করিম, স্থানীয় জহুর আলী, ইমতিয়াজ আলী, আকবর আলী, হাজী সুরুজ মিয়া,আহাদ আলী, আব্দুল কাহার, জমিরুল ইসলাম, শাহবাজুর রহমান, হোসাইন আহমদ, ইউপি সদস্য আবুল খায়ের, হাজী সাদিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।##