দৈনিক তালাশ.কমঃ র্যাব-১৫, কক্সবাজার এর আভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান নিয়ে মায়ানমার সীমান্ত হতে ০১টি ফিশিং বোটযোগে সমুদ্রপথে কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ নাজিরারটেক ঘাট এর সামনে বাঁকখালী নদীর চরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট ২০২৩ তারিখ অনুমান ১৯.৩০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ফিশিং বোটে থাকা মাদক কারবারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত বোটের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের হেফাজতে থাকা ০১টি ফিসিং বোট তল্লাশী করে বোটে বিশেষ কায়দায় রক্ষিত মাছ রাখার বক্সের ভিতর হতে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন ও ০১টি সীম কার্ড উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ফিসিং বোট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিস্তারিত পরিচয় ১। জয়নাল আবেদীন (৪৫), পিতা-মৃত ফরিদ আহমেদ, মাতা-হাবিবা খাতুন, সাং-উত্তর নুনিয়ারছড়া, ০২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার এবং ২। মোঃ মোশারফ হোসেন (২৭), পিতা-মৃত আব্দুল কাদের, মাতা-ফাতেমা বেগম, সাং-খুটাখালী পূর্ব গজমতলী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। ধৃত মাদক কারবারীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা বোটযোগে নিয়ে আসে এবং নিজেদের হেফাজতে মজুদ করে। পরবর্তীতে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।