দৈনিক তালাশ.কমঃনওগাঁয় মাটির বাড়ির দেওয়াল ধ্বসে মাটির নিচে চাপা পড়ে দু’জন নারীর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দু’ নারীর মৃত্যুর ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধার পূর্ব মহূর্তে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়ন এর আমরাই গ্রামে। নিহত দু’ নারী হলেন, ঐ গ্রামের জয় বর্মনের স্ত্রী ভাদুরী রানী বর্মন (৬২) ও অভি দাস এর স্ত্রী মিথি রানী দাস (৬৫)।
মাটির ঘড়ের দেওয়াল চাপায় দুই নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন স্থানিয় হাতুড় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এনামুল হক।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সন্ধার পূর্বে বৃষ্টির মধ্যেই নিজ নিজ বাড়ি থেকে বেরিয়ে পাশের একটি বাড়িতে যাচ্ছিলেন নিহত ভাদুরী রানী ও মিথি রানী। যাওয়ার পথে গ্রামের সুশীল সাধুর বাড়ির কাছে পৌছামাত্র বৃষ্টির পানিতে ভেঁজা মাটির দেওয়াল হঠাৎ করেই ধ্বসে পড়ে তাদের উপর। এসময় তারা দু’জন মাটির নিচে চাপা পড়েন। সাথে সাথে স্থানীয়রা মাটির নিচ থেকে তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিথি রানীর মৃত্যু হয় এবং মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ভাদুরী রানীও মারা যান।ঘটনাটি দুঃখজনক জানিয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, দেওয়াল চাপাপড়ে দুই নারীর মৃত্যুর ঘটনায় তাদের কারো কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার
তারিখ ২৫/৮/২৩
নওগাঁ।