২১শে আগষ্ট উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দোয়া

দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: ২১ শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং আহতদের রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১শে আগষ্ট) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছগীর আহমেদ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে মোনাজাতে ২১শে আগষ্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম কিবরিয়া খোকন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ মারুফুল ইসলাম মহাসিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী ওয়াসিম, মোঃ মামুন, মোঃ দিপু, কোরবান আলী, হাফেজ পারভেজ, মোঃ ফরহাদ ও কাজী ওয়াসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *