দৈনিক তালাশ.কমঃময়মনসিংহের ভালুকায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট রোববার দুপুরে ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন। ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু মনিরা সুলতানা মনি এমপি (সংরক্ষিত), উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, এড.শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, ইঞ্জিনিয়ার মহি উদ্দিন, হাজ্বী রফিকুল ইসলাম ও ওমর হায়াৎ খান নঈম প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান তত্ত্ববধানে ছিলেন ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মিন ও ডাকাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ।
অপরদিকে উপজেলার ৩নং ভরাডোবা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে অতিথি বৃন্দ ভরাডোবার অনুষ্ঠানেও অংশ গ্রহন করেন।