ফতু্ল্লার রেললাইন বটতলার নতুন আতঙ্কের নাম,পিচ্ছি রাজু

দৈনিক তালাশ.কমঃফতুল্লা থানাধীন পোষ্টঅফিস একালার শাহজাহান রোলিং মিল থেকে রেললাইন বটতলা সহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা,ছিনতাই ও ধর্ষণের মত ঘটনায় নিজেকে জরিয়ে অধিপত্য বিস্তারের মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্কের রুপে মূর্তিমান হয় রাজু ওরফে পিচ্ছি রাজু।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বেশকিছু বছর রাজু ও তার ভাই মাদক ব্যবসার সাথে জরিত ছিল। সেখান থেকেই উত্থান এই রাজুর ওরফে পিচ্ছি রাজুর। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে রাজু গড়ে তোলে ১৫- ২০ সদস্যের একটি কিশোর গ্যাং, প্রথমে তারা সুধু মাদক ব্যবসার সাথে জরিত থাকলেও ধীরে ধীরে তারা ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্নরকম অপরাধে জরিয়ে পরে। এক সময় রাজু কবরীর সন্ত্রাসী বটতলার জনির আনুগত্যে ছিল, সে সময় রাজু জনির সাইনবোর্ড ব্যবহার করে ঐ এলাকায় বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে চাঁদাবাজি শুরু করে,তাদের মাঝে কেউ চাঁদা দিতে রাজি না হলে ঐ প্রতিষ্ঠানের শ্রমিকদের রাজু তার নিয়ন্ত্রিত বাহিনী দিয়ে নানারকম অন্যায় অত্যাচার করত। যেদিন বেতন দেওয়া হত সেদিন নির্জন এলাকায় গুলোতে একাধারে ছিনতাই চালায় রাজুর পষ্য বাহিনী। এছাড়াও গভীর রতে রেললাইনের দিয়ে গার্মেন্টসের মেয়রা যাওয়ার সময় তাদের বিভিন্ন ধরনের ইভটিজিং করত। এভাবেই ধীরে ধীরে অপরাধের জগতে আরো ভয়ংকর হয়ে ওঠে রাজু। সে সময় রাজুর সেল্টারে মারামারি এলাকার নিত্য দিনের ঘটনা হয়ে ওঠে।
ঐ সময়ে রাজুর নজর পরে বটতলার বিভিন্ন ফেক্টরির ওয়েজটিজ মালের উপর, সেই সুবিধা আদায়ের লক্ষ্যে ধীরে ধীরে রাজু সখত্যতা গড়ে তোলে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর সাথে, এবং এখানে সফলও হয় রাজু। এরপরই কিশোর গ্যাং লিডার থেকে রাজু হয়ে ঔঠে ভয়ংকর সন্ত্রাসী। রাজুর ইন্ধনে তার ছোট ভাই শাহদাত সহ তার কিছু বিপদগামী বন্ধু গার্মেন্টসের এক মেয়কে ধর্ষন করে,সে সময় এই ঘটনাটি বেশ আলোচিত হয়েছিল স্থনায়ী ও জাতীয় বেশকিছু গনমাধ্যমে এই বিষয়টি বেশ ঢালাও করে প্রচার হয়। কিন্তুু তখন রাজুর প্রভাবেই কোন অদৃশ্য কারনে পার পেয়ে যায় শাহদাত।এতে আগের চেয় আরো ভয়ংকর রুপে ফিরে শাহদাত, বটতলায় ছিনতাই সাধারণ মানেষের সাথে অন্যায় অত্যাচার এগুলো নিত্য দিনের ঘটনা।
জানাগেছে সাধারণ মানুষ থানায় গিয়েও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি,কারন তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলেই শেই বাদীর জীবন অতিষ্ঠ করে তোলে রাজু বাহিনী। আর উপর মহলে রাজুর তোসামদি আর চাটুকারিতার জন্য বারবারই পার পেয়ে যাচ্ছে সন্ত্রাসী রাজু।
সুত্রে জানা যায়, রাজুর নামে বিভিন্ন সময়ে থানায় বিভিন্ন ফৌজদারী মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *