ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

দৈনিক তালাশ.কমঃবাগেরহাটের ফকিরহাট উপজেলার লখিপুর আমতলা পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সড়ক দু”র্ঘটনার ঘটনা ঘটেছে।

১৮ আগস্ট শুক্রবার দুপুর ২ টায় খুলনা-মোংলা মহাসড়কের আমতলা পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল ও ড্রাম ট্রাকে মুখোমুখি সংঘর্ষে টাউন নোয়াপাড়া এলাকার নোন এর ছেলে মোটরসাইকেল চালক নয়ন (২৮) আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে কর্মরত চিকিৎসক আহত নয়ন কে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালি হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে,পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *