দৈনিক তালাশ.কমঃ নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাং পাচ কান্দি ফাতেমা আক্তার জান্নাত (১৯) পিতা – রেজাউল করিম, ফাতেমা আক্তার জান্নাত কে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিয়ে প্রতারনার অভিযোগ উঠেছে, পাষন্ড ও প্রতারক ইউসুফ (২৬) পিতা মোঃ রফিকুল ইসলাম (৪৫) এর বিরুদ্ধে। ফাতেমা আক্তার জান্নাত এর মা মোসা: বেবি আক্তার (৪০) গণমাধ্যম কে জানান, প্রতারক ইউসুফ (২৬) পিতা – রফিকুল ইসলাম, (৪৫) পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাং শহীদ নগর,স্হানীয় বাসিন্দা, ফাতেমা আক্তার জান্নাত এর মা বেবি আক্তার জানান, গত ০৪/০৮/২০২৩ ইং তারিখে,১ নংবিবাদী ইউসুফ এর সাথে মুসলিম শরিয়ত মোতাবেক, আমার মেয়ে ফাতেমা আক্তার জান্নাত কে বিবাহ দেই,বিবাহের সাপ্তাহ খানিক পরে, বিবাদী কে নগত ৫,০০,০০০/- ( পাচঁ লক্ষ) টাকা সহ স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়। গত ১৩/ ০৮/২০২৩ ইং তারিখে মোবাইল ফোন বন্ধ করে দেয়, আমাদের সাথে সম্পুর্ন যোগাযোগ বন্ধ। এবিষয়ে উপরোক্ত ২ নং ৩ নং ৪ নং বিবাদী কে অবগত করলে, তারা সান্ত্বনা জনক জবাব দেয়, উল্টো মেয়ে কে দোষারোপ করে, প্রতারক ইউসুফ বলে আমাদের সাথে গেম খেলতেছে, আর মোবাইলে হুমকি ধামকি দিচ্ছে, বলে আমি আসবো না, যা পারিস, করিস, ফাতেমা আক্তার জান্নাত এর মা বেবি আক্তার জানান, বিবাদী ইউসুফ পরস্পর যোগসাজেসে অভিনব কৌশলে আমাদের ফুসলাইয়া, আমাদের মনে বিশ্বাস স্হাপন করে, আমার নিকট নগত অর্থ ৫,০০,০০০/ – পাচ লক্ষ টাকা, ও ০৮ আনা ওজনের স্বর্নের চেইন মুল্য অনুমান, ৪৫,০০০/ – পয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করে পালিয়ে যায়। নিষ্ঠুরতম পাষন্ড ইউসুফ আমার মেয়ে ফাতেমা আক্তার জান্নাত এর সাথে ও আমাদের সকল সদস্য দের সাথে বেইমানি করেছেন, সমাজিক ও ইজ্জত মানহানীর আঘাত করেছেন,তাই বেবি আক্তার আইনের প্রতি আস্হা ও শ্রদ্ধা রেখে, তিনি বলেন, আমি আমার আত্মীয় স্বজনের সাথে আলোচনা করিয়া সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করি,সোনারগাঁও থানার ইনচার্জ ও ওসি মাহবুব আলম সুমন বলেন, অভিযোগ পেয়েছি বিষটি তদন্ত করে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।