দৈনিক তালাশ.কমঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে গাইবান্ধা ডিবি পুলিশের অভিযানে এক নারী মাদক কারবারী সহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে গাইবান্ধা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
গাইবান্ধা ডিবি অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের নেতৃত্বে ও অন্যান্ন ডিবি অফিসার সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে গত ১৬ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে, ধাপেরহাট হিাংগারপাড়া গ্রমের হোসেন আলী মন্ডলের মেয়ে সাগরিকা আকতারের শয়ন কক্ষ হতে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে গাইবান্ধা ডিবি পুলিশ। যার আনুমানিক মুল্য ৬০,০০০ ( ষাট হাজার টাকা)।
গ্রেফতারকৃতরা হলেন,হিংগারপাড়া গ্রামের হোসেন মন্ডলের মেয়ে সাগরিকা(৩০),গোবিন্দপুর গ্রামের আল হানিফ ওরফে রনি (২৫) এবং উপজেলার চক গোবিন্দপুর গ্রামের বোকো আকন্দের পুত্র নবীর হোসেন(৩৫)
গাইবান্ধা ডিবি অফিসার ইনচার্জ মোখলেছুর রহমাম জানান,
আসামীদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দাখিল প্রক্রিয়াধীন।