দিনাজপুরে জেলার বোচাগঞ্জ থানায় পাওনা টাকার জের ধরে গনেশ হত‍্যা মামলায় ১ জন গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ গত ১০/০৮/২০২৩ ইং তারিখে দিবাগত রাতে বোচাগঞ্জ থানাধীন ৪ নং আটগাঁও ইউনিয়নের মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন নীলকান্ত, পিতা-মৃত গোপেন চন্দ্র রায় এর ধান ক্ষেতে ভিকটিম শ্রী গণেশ ভট্টাচার্য্যকে কে বা কাহারা হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এই সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা দিনাজপুর কর্তৃক লাশের আইনি প্রক্রিয়া শেষে হত্যার রহস্য উদঘাটন এর জন্য তদন্ত শুরু করে এর ধারাবাহিকতায় দিনাজপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়ের সরাসরি দিক নির্দেশনা ও তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আব্দুল্লাহ-আল-মাসুম এর পরিকল্পনায় অফিসার ইনচার্জ বোচাগঞ্জ জনাব, আবু বকর সিদ্দিক রাসেল এর নেতৃত্বে অফিসার ইনচার্জ ডিবি, দিনাজপুর জনাব এ এফ এম মনিরুজ্জামান মন্ডল, এসআই(নিঃ)/ মো নাজমুল হুদা সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোচাগঞ্জ থানার জিডি নং-৬৬৭, তাং-১৪/০৮/২০২৩ খ্রিঃ তারিখ বোচাগঞ্জ থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। ঘটনার সংক্রান্তে বোচাগঞ্জ থানার মামলা নং- ০৬, তারিখ-১১/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীঃ-
১। শ্রী মাধব চন্দ্র রায়(২৫), পিতা-দীর্যনাথ রায়, সাং- মানিকপুর, থানা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুর।

ঘটনার বিবরণ এই যে, ঘটনার দিন ধৃত আসামীসহ আরও ০২ (দুই) জন স্কুল মাঠে ভিকটিমকে নিয়ে পাওনা টাকা আদায়ের বিষয়ে আলোচনা করে। আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয় এবং ভিকটিমকে ইট দ্বারা বুকে আঘাত করে। অপর আসামী ইট দ্বারা মাথায় আঘাত করে এবং মেহগণী গাছের ডাল দ্বারা শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। ধৃত আসামী সহ বাকী ০২ (দুই) জন ভিকটিমের মৃত্যু নিশ্চিত হইলে ০১ (এক) জনে দুই পা অপর ০২ (দুই) জনে দুই হাত ধরে স্কুল মাঠ থেকে ধান ক্ষেতে ফেলে রেখে যে যার বাড়ী চলে যায়। বাকি অভিযুুক্তদের যথা শ্রীঘই গ্রেফতার করা হইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *