প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চ শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে,মুহিবুর রহমান মানিক এমপি

দৈনিক তালাশ.কমঃছাতক সরকারি ডিগ্রি কলেজের ২০২২ সালের পরীক্ষায় এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ শিক্ষার্থীর সংবর্ধনা এবং ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের হলরুমে শনিবার দুপুরে (১২ আগষ্ট) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পুর্ব সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, ছাতক-দোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ণ সাধিত হয়েছে। উচ্চ শিক্ষা এখন শিক্ষার্থীদের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে সরকার। অদুর ভবিষ্যৎতে এ অঞ্চলে শিক্ষা ব্যবস্থার আরো উন্নয়ণ হবে। তিনি বলেন, এইচএসসিতে যারা জিপিএ-৫ পেয়েছেন তারা দেশের ভালো মানের ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজে লেখাপড়ার সুযোগ পাবে, উচ্চ শিক্ষা গ্রহণ করে তারা মানবতার কল্যাণে কাজ করবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগরে পরিণত হবে আজকের এ মেধাবী তরুণ শিক্ষার্থীরা। ছাতক সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে এবং অধ্যাপক রাজীব কুমার দাস ও অধ্যাপক বজলুল হালিম বিদ্রোহীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, ছাতক সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, সাবেক অধ্যাপক হরি দাস রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুল লেইছ ফারুকী। এ সময় অধ্যাপক আব্দুল হামিদ, ফখর উদ্দিন মোহাম্মদ স্বপন, ফরিদা বেগম, রুপা রানী তালুকদার, হোসনেয়ারা মুনতাহা, পার্থ সারথী টিটু, জাকির আলী, বিপ্লব রায়, বাকের হোসেন হাওলাদার, প্রধান অফিস সহকারী আব্দুস শহিদ, হিসাব রক্ষক আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, ইশতিয়াক রহমান তানভীরসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেস্ট ও ২০২৩ ইং সেশনে অংশ গ্রহণকারী এইচএসসি পরীক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ পত্র তুলে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *