জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান ৬কেজি গাঁজা সহ তিনজন আসামি গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃঅদ্য ইংরেজি ০৮/০৮/২০২৩ তারিখ পুলিশ পরিদর্শক মোঃ ফজলুল হক খান, ইনচার্জ, গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্র সঙ্গীয় এসআই সোহাগ সাহা এবং এএসআই এনামুল ০৬(ছয়) কেজি গাঁজা সহ আসামী ১।নাহিদা আক্তার ময়না (৩২ ), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা- নুরজাহান বেগম, স্বামী- নুর আলম, সাং গোলাপবাগ যাত্রাবাড়ী, ঢাকা;২।জীদনী আক্তার সাদিয়া (১৯), পিতা-মৃত খবির, মাতা- সাবিনা বেগম, সাং লাউলা, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী; ৩। মোসাম্মৎ রিয়া মনি (১৯), স্বামী-শামিম, পিতা-সাদেক মিয়া, সাং আলিনগর মাদ্রাসা, থানা ও জেলা- ভোলা, এপি-কামরাঙ্গীরচর বড় গ্রাম রূপনগর ১ নং গলির আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা:দেরকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে আড়াইহাজার থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *