দৈনিক তালাশ.কমঃব্যাংককের চিকিৎসাধীন রয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান। এ খবর শোনা মাত্র সেলিম ওসমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাৎক্ষনিক ব্যাংককের বামরুণগ্রাদ হসপিটালে ছুঁটে গেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই।
এসময় আব্দুল হাই হাসপাতালে অবস্থানরত সেলিম ওসমানের স্ত্রী ও ছোট মেয়ের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও তার সুস্থতা কামনায় দোয়া করেন এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছেও দোয়া চান।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই তার স্ত্রীর চিকিৎসার জন্য বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।