দৈনিক তালাশ.কমঃ বন্দরে বাসা ভাড়া চাওয়ার অপরাধে ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালা ও তার ছোট বোনকে পিটিয়ে নিলাফুলা জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রোববার (৬ আগষ্ট) দুপুরে আহতের বড় বোন সেলিনা বেগম বাদী হয়ে ভাড়াটিয়া নুরুন নাহার বেগম ও বিউটি বেগমসহ ৩ জনের নাম উল্লেখ্য করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। আহতরা বন্দর র্যালী আবাসিক এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে বাড়িওয়ালা সেলিনা বেগম (৪৩) ও তার ছোট বোন ফেরদৌসি ইসলাম পলি(৩৫)। এর আগে গত শুক্রবার (৪ আগষ্ট) দুপুর ১২টায় বন্দর র্যালী আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর র্যালী আবাসিক এলাকার নজরুল হকের স্ত্রী সেলিনা বেগমের পৈত্রিক বিল্ডিংএ প্রায় ১৫ বছর ধরে নজরুল ইসলাম ও তার স্ত্রী নুরুন নাহার বেগম দম্পত্তী ও রফিকুল ইসলাম এবং বিউটি বেগম দম্পত্তী ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। অভিযোগের বাদিনী পিতা মারা যাওয়ার পর থেকে উল্লেখিত ভাড়াটিয়া দম্পত্তী বাসা ভাড়া ঠিকমত পরিশোধ করে না। সে সাথে প্রতি মাসে বাসা ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়াগন খারাপ ভাষায় কথা বলে এমনকি প্রান নাশের হুমকি দেয়। এ ঘটনায় গত শুক্রবার (৪ আগষ্ট) দুপুর ১২টায় অভিযোগের বাদিনী উল্লেখিত ভাড়াটিয়াদের আগামী ১ মাস পর ঘর ছাড়তে বলে ওই সময় ভাড়াটিয়া নুরুন নাহার ও বিউটি বেগম ও নজরুল ইসলামের সন্ত্রাসী ছেলে জাহিদ হাসান ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদিনীকে অকথ্য ভাষায় গালাগালি করে নিলাফুলা জখম করে। ওই সময় বাড়িওয়ালা সেলিনা বেগমকে রক্ষা করতে তার ছোট বোন ফেরদৌসি ইসলাম পলি এগিয়ে আসলে ওই সময় উল্লেখিত বিবাদীরা তাকেও বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।